মার্কিন কংগ্রেস রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে মাত্র ২১৮-২১৪ ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ পাস করেছে। সিনেটে ৫১-৫০ ভোটে পাশ হওয়া এই বিল ভিস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের টাই-ব্রেকিং ভোটে অনুমোদিত। বিলটি অভিবাসন কার্যক্রমে অর্থায়ন করবে, ২০১৭ সালের করছাড় স্থায়ী করবে এবং ২০২৪ সালের নতুন করছাড়ের পথ প্রশস্ত করবে। হোয়াইট হাউজ জানিয়েছে ট্রাম্প শিগগিরই বিলটিতে সই করবেন। বিলটি স্বাস্থ্য খাতে ৯৩০ বিলিয়ন ডলার কমিয়ে আনতে পারে, তবে এতে প্রায় ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) মানুষ স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবে।।