Web Analytics

ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে উগ্র হিন্দু সংগঠনের সহিংস হামলার পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ সরকার। দিল্লি, মুম্বাই, কলকাতা ও শিলিগুড়িতে সংঘটিত এসব হামলাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা হিসেবে বর্ণনা করে ঢাকা গভীর উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর বাংলাদেশ সরকার ভারতকে কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানায়।

দিল্লি ও মুম্বাইয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং বাংলাদেশবিরোধী স্লোগান দেয়। এসব বিক্ষোভে কূটনীতিকদের হত্যার হুমকিও দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে অনানুষ্ঠানিকভাবে তলব করে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক সাম্প্রতিক সময়ের সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় পড়েছে। বাংলাদেশ সরকার পূর্ণাঙ্গ তদন্ত ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে, অন্যদিকে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই উত্তেজনা দুই দেশের আঞ্চলিক সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!