ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তৃতীয় সন্দেহভাজন হিসেবে জাকির হোসেন ওরফে ‘জিন জাকির’-কে শনাক্ত করেছে অনুসন্ধানী মাধ্যম দ্য ডিসেন্ট। তিনি হাদির নির্বাচনি প্রচারে সক্রিয় ছিলেন এবং মূল দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার বাইকচালক আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ রাখতেন।
দ্য ডিসেন্ট জানায়, জাকির ২০২৪ সালের অক্টোবরে মোহাম্মদপুর ও গাবতলীতে সংঘটিত দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ডিএমপি’র ফেসবুক পেজেও তার ছবি প্রকাশ করা হয়েছিল। ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে হাদির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান।
গত জুলাইয়ে হাইকোর্টের আদেশে জামিনে মুক্তি পান জাকির। তার নাম নতুন করে হত্যাচেষ্টার মামলায় উঠে আসায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও রাজনৈতিক প্রচারণা টিমে অপরাধীদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে।