মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। শনিবার ট্রাম্প এই মন্তব্য করেন, যখন খামেনি সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের বিক্ষোভে মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করেন। খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দেন এবং ইরানে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ তোলেন।
ট্রাম্প বলেন, ইরানের শাসকেরা দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে দেশ চালাচ্ছেন। তাঁর দাবি, খামেনির নেতৃত্বে দেশ ধ্বংসের পথে এবং নজিরবিহীন সহিংসতা চলছে। তিনি আরও বলেন, একজন নেতার উচিত দেশ পরিচালনায় মনোযোগ দেওয়া, মানুষ হত্যা নয়। তাঁর মতে, নেতৃত্ব মানে সম্মান, ভয় ও মৃত্যুর মাধ্যমে শাসন নয়।
ট্রাম্প খামেনিকে অসুস্থ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর উচিত মানুষ হত্যা বন্ধ করে দেশ সঠিকভাবে পরিচালনা করা। ট্রাম্পের দাবি, খারাপ নেতৃত্বের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য দেশগুলোর একটি।