Web Analytics

মেক্সিকোর সেনেট ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব অনুমোদন করেছে। আগামী ১ জানুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, প্লাস্টিক ও ইস্পাতসহ বিভিন্ন পণ্য এতে অন্তর্ভুক্ত। যেসব দেশের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই, তাদের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। ফলে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি প্রভাবিত হবে।

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মজবুত করার কৌশল। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পরিপ্রেক্ষিতে মেক্সিকো এই নীতি নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন।

অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই শুল্ক নীতি মেক্সিকোর উৎপাদন ব্যয় বাড়াতে পারে এবং এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক জটিল করতে পারে। আগামী বছর পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!