Web Analytics

ইসরাইলের পারমাণবিক স্থাপনাগুলোকে আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার আহ্বান জানিয়েছে কুয়েত। ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বোর্ড অব গভর্নর্সের বৈঠকে কুয়েতের অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠনসমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল-ফাসসাম এই আহ্বান জানান। তিনি বলেন, কুয়েত আরব গ্রুপের অবস্থানকে সমর্থন করে এবং আইএইএ পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ। আল-ফাসসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি (এনপিটি) ও আইএইএ নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারাবদ্ধ হলেও ইসরাইল দীর্ঘদিন ধরে এসব পর্যবেক্ষণ এড়িয়ে যাচ্ছে এবং পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনের প্রচেষ্টায় সহযোগিতা করছে না। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৮৭ মানতে ইসরাইলের ব্যর্থতার কথাও উল্লেখ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলকে আইএইএ পর্যবেক্ষণের আওতায় আনতে চাপ দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।