এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দুরত্ব, অস্থিতিশীলতা, প্রশাসনে নিয়ন্ত্রণ না থাকা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি ৬ জন উপদেষ্টার পদত্যাগের দাবি, যমুনা অবরোধ করে গত কয়েক মাসের নানা আন্দোলন এবং সেনাপ্রধানের অফিসার্স এড্রেসে দেওয়া বক্তব্যের প্রচার ব্যাপক ধূম্রজাল তৈরি করেছে। মঞ্জু বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র-সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য সরকারের উপদেষ্টারা কোনো উদ্যোগ নেননি। কোনো কোনো উপদেষ্টার তৎপরতা রাজনৈতিক দলগুলোর পরস্পর সংহতি ও জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। এনসিপি কিছু কিছু বিষয়ে অহেতুক বিবাদে লিপ্ত হয়ে নিজেদের ইমেজ ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। বিএনপিসহ বড় কয়েকটি রাজনৈতিক দল সংস্কার, বিচার, নির্বাচন এবং আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধকরণ প্রসঙ্গে একেকবার একেক রকম বক্তব্য দিয়েছে। আরো বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ এর কোনো সমাধান নয় বরং তা ভয়াবহ অনিশ্চয়তার জন্ম দেবে। তিনি আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধানে সব পক্ষকে সমঝোতামূলক ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান।