Web Analytics

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি পরিত্যক্ত টয়লেট থেকে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, কাপড়ে মোড়ানো ও স্কচটেপে পেঁচানো একটি পোঁটলার মধ্যে ৭.৫ এমএম পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি কালো ব্যাগে চারটি ককটেল পাওয়া যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।

ফরিদপুর আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা জানান, উদ্ধার করা অস্ত্রগুলো সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, সেনাবাহিনীর সদস্যরা পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় কারা অস্ত্রগুলো সেখানে রেখেছিল তা এখনো জানা যায়নি, তদন্ত অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!