পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। তার কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহকর্মী এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন থানায়। এ নিয়ে ফেসবুক লাইভে অভিনেত্রী পরীমনি বলেন, "একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি। সে দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী না। আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।" তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। বলেন, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? আরো বলেন, এটা লাইফ, রিলস ম্যাটেরিয়াল না।