জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক কমিটির দিল শাদ আফরিন পিংকিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের উকিল নির্দোষ দাবি করে জামিন চান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েল রমনা মডেল থানায় মামলা করেন। তার বিরুদ্ধে ভুয়া আহতদের অর্থের বিনিময়ে টাকা পাইয়ে দেওয়া এবং শহীদ পরিবারের কাছে টাকা চাওয়ার অভিযোগ রয়েছে।