বাংলাদেশ সরকার মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার জানান, শুক্রবার দিল্লিতে বাংলাদেশের মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার দায়ে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত দেওয়া উচিত। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যান। এর আগে বাংলাদেশ একাধিকবার আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যর্পণ চেয়ে চিঠি পাঠালেও ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। ঢাকা জানায়, দণ্ডপ্রাপ্তদের আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।