জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী শাসনের পতনে ৫ আগস্ট দেশজুড়ে ছাত্র-জনতার যে যুগপৎ গণআন্দোলন হয়েছিল, তা সফল হলেও প্রকৃত বিজয় এখনো অধরা। তিনি বলেছেন, রাষ্ট্রের সর্বস্তরে এখনো আগের শাসনের অনুগতদের প্রভাব রয়েছে। তারা বিভিন্নভাবে সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে তৎপর। তিনি অবিলম্বে ‘জুলাই সনদ’ প্রণয়ন, কাঠামোগত সংস্কার এবং হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।