জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ২১ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেছে। রিয়াজুল ইসলাম ও আব্দুল আলিম আরিফের নেতৃত্বে গঠিত এই প্যানেলে চারজন নারী প্রার্থী রয়েছেন— সুখীমন খাতুন (বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক), নওশীন নাওয়ার জয়া (আন্তর্জাতিক সম্পাদক), শান্তা আক্তার ও ফাতেমা আক্তার নওরীন (নির্বাহী সদস্য)। সুখীমন খাতুন, যিনি ইসলামী ছাত্রীসংস্থার জবি শাখার সভানেত্রী, নারী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নওশীন জয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত এবং শিবিরের শৃঙ্খলাবোধ ও শিক্ষার্থীবান্ধব নীতিকে সমর্থনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। শান্তা ও ফাতেমা মনে করেন, শিবির নারী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখতে চায়। প্যানেলে ভিপি পদে রিয়াজুল ইসলাম ও জিএস পদে আব্দুল আলিম আরিফ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।