মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে গ্রাহকসেবা প্রদানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট ৮৫ জন বিদেশি নারীকে আটক করেছে। আটক ৯৯ জন বিদেশির মধ্যে রয়েছে ৮১ জন থাই, বাংলাদেশি ১২ পুরুষ, লাওটিয়ান ৪, ইয়েমেনি ১ এবং চীনা ১ একজন। পরবর্তী ব্যবস্থা নিতে আটককৃত সব বিদেশিকে কেমায়ান ইমিগ্রেশন ডিটেনশন ডিপো, বেরায় নিয়ে যাওয়া হয়েছে।