Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) নীতিমালা পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় সেন্টার ফর টেকনোলোজি জার্নালিজম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা সংশোধন করা হবে।

বৈঠকে অংশগ্রহণকারী প্রযুক্তি সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, বর্তমান এনইআইআর কাঠামো নির্দিষ্ট কিছু ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা দিচ্ছে এবং দেশীয় বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করছে। তারা বলেন, এই নীতিমালা মনোপলি ব্যবসার সুযোগ সৃষ্টি করছে এবং বিটিআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বক্তারা আরও দাবি করেন, সরকারের উচিত নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট পক্ষের মতামত গ্রহণ করা ও প্রক্রিয়াটি স্বচ্ছ করা।

বিশ্লেষকদের মতে, এনইআইআর বিতর্ক বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে নিয়ন্ত্রণ ও বাজার উদারীকরণের মধ্যে চলমান দ্বন্দ্বকে প্রতিফলিত করছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই ইস্যুটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!