Web Analytics

আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীতে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। আগাম সতর্কতা হিসেবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে সতর্কতা জারি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত প্রদত্ত ‘সেনিয়ার’ নামটির অর্থ ‘সিংহ’। ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে, তবে কোথায় আঘাত হানবে তা এখনও নিশ্চিত নয়। সোমবারের মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না, কেবল উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।