বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট ডাকাতির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, জামায়াতে ইসলামী আট দলীয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে, তবে সম্প্রতি আরও দুটি দল যুক্ত হওয়ায় জোটের সংখ্যা দাঁড়িয়েছে দশে।
গোলাম পরওয়ার সম্ভাব্য কারচুপি ও ভোটাধিকার হরণের আশঙ্কা তুলে ধরে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দলীয় আমিরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এতদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।
তিনি আরও বলেন, যারা দীর্ঘ ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে তারা পরীক্ষিত ও ব্যর্থ, এখন দেশবাসী পরিবর্তন চায় এবং জামায়াত সেই পরিবর্তন আনবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।