বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন। তিনি ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে অনুরোধ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষ স্বাধীনভাবে কথা বলতে বা নিরাপদে ভোট দিতে পারত না। শেখ হাসিনার পতনের পর জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে বলে তিনি দাবি করেন। তিনি দলমত নির্বিশেষে সবাইকে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপিকে সমর্থনের আহ্বান জানান।
সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করেছে এবং আসন্ন নির্বাচনে তাদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করবে। সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।