ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করে দেশটির তেলসম্পদ দখলে নিতে একটি পুতুল সরকার বসানোর চেষ্টা করছে। বুধবার টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওয়াশিংটন ভেনেজুয়েলাকে উপনিবেশে পরিণত করতে চায়।
মাদুরো সামরিক পদক্ষেপের হুমকি ও তেল অবরোধকে ‘বর্বর কূটনীতি’ বলে নিন্দা জানান এবং যুক্তরাষ্ট্রের নীতিকে ‘যুদ্ধবাদী’ হিসেবে অভিহিত করেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সংবিধান ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা সরকারকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে মার্কিন সম্পদ চুরির অভিযোগ তুলেছে।
বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে এবং লাতিন আমেরিকায় রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে।