শরীয়তপুরে পল্লি চিকিৎসক খোকন দাসকে আগুন দিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন এ তথ্য জানান। শনিবার মধ্যরাতে কিশোরগঞ্জের বাজিতপুরের পূর্ব পৈলানপুর এলাকা থেকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সরদারকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খোকন দাসকে ছুরিকাঘাতে আহত করা হয়। হামলাকারীদের চিনে ফেললে তারা তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার রাতে নিহতের বাবা পরেশ চন্দ্র দাস তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।