সাতক্ষীরায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ পাঁচজনের বিরুদ্ধে কোটি টাকার চাঁদা দাবি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আল ফেরদৌস আলফা বুধবার আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি ২০১৯ সালের একটি ঘটনায় ভিত্তি করে করা হয়েছে, যেখানে বাদীর দেড় কোটি টাকার সামুদ্রিক মাছ বিজিবি জব্দ করার পর পুলিশ কর্মকর্তারা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
বাদীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় তাকে ও তার ভাইকে অপহরণ করে নির্যাতন করা হয় এবং পরে মামলায় ‘অজ্ঞাত আসামি’ দেখিয়ে জেলে পাঠানো হয়। এছাড়া জব্দকৃত মাছ কম দামে বিক্রি দেখিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়। তৎকালীন পিপি ও তার ছেলে জামিনের আশ্বাস দিয়ে আরও ৩৫ লাখ টাকা নেন বলেও অভিযোগে উল্লেখ আছে।
আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন ২০২৬ সালের ২০ এপ্রিল। ঘটনাটি পুলিশি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।