Web Analytics

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ২০১১ সালের রায়ের বিরুদ্ধে চারটি পুনর্বিবেচনা আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার সকালে শুনানি শুরু করেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ বিএনপি ও জামায়াতে ইসলামী নেতারা। ১৯৯৬ সালের ১৩তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত এই ব্যবস্থা ২০১১ সালের ১৫তম সংশোধনীর মাধ্যমে বাতিল হয়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি নতুন করে জোরালো হয়। শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, আদালত সাময়িক নয়, বরং টেকসই সমাধান চায় নির্বাচনকালীন সরকার নিয়ে, এবং প্রশ্ন তোলেন—ব্যবস্থা ফিরলে তা কবে থেকে কার্যকর হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।