বরগুনার চাষিদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে এক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা জহিরুল ইসলামকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে। তরমুজ চাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। পুলিশ বুধবার দুপুরে আসামিকে আমতলী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক শরীয়াতুল্লাহ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।