নীলফামারী জেলার কিশোরগঞ্জে মশিয়ার রহমান নামে নিখোঁজ এক নওমুসলিম যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বাবা সিরাজুল ইসলাম জানান, তারা হিন্দু থেকে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যায় মশিয়ার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওসি আশরাফুল ইসলাম জানান, ওই যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। তার লাশ জেলার মর্গে পাঠানো হয়েছে।