চট্টগ্রামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে ৭৮ রানের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। দলের ওপেনার আদৃত ঘোষ ১৩৮ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে দলকে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রানের বড় সংগ্রহ এনে দেন। নাঈম (৩২), আকাশ (৩৯) ও সৌরভ (৩২) সহায়ক ভূমিকা রাখেন। শ্রীলঙ্কার পক্ষে হিমারু দুটি উইকেট নেন।
জবাবে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রানে থেমে যায়। দলের হয়ে ফার্নান্দো অপরাজিত ৭৮ রান করলেও জয় পায়নি তারা। বাংলাদেশের সাত বোলারই একটি করে উইকেট ভাগাভাগি করেন, যার মধ্যে ছিলেন আকাশ রায়, আকাশ, মাহিনুজ্জামান মহাবীর, ফাইয়াজ আরিব, জারিফ সিয়াম, মোহাম্মদ ইফতেখার ও রাকিবুল হোসেন।
এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১–০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৯ ডিসেম্বর এবং শেষ ম্যাচ ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।