বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, সঠিক জরিপ ও নির্ভুল ভূমি রেকর্ড তৈরি হলে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। রাজধানীর ভূমি ভবনে ১৪১তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়িয়ে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। ৫২ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশাসন, পুলিশ, বন, রেলওয়ে ও বিচার বিভাগীয় সার্ভিসের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।
ভূমি সচিব আরও বলেন, ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করতে জিআইএস, জিপিএস, ড্রোন সার্ভে ও ডিজিটাল ম্যাপিংয়ের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ছাড়া সম্পদের ন্যায্য বণ্টন ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব নয়।
এই উদ্যোগ ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, মামলা হ্রাস এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধিতে সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।