Web Analytics

ইরানের শেষ শাহের ছেলে ও নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি বলেছেন, ইরানের স্বাধীনতা খুব কাছাকাছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, গত দুই সপ্তাহে, বিশেষ করে গত চার দিনে দেশব্যাপী বিক্ষোভে ইরানি জনগণ “অবৈধ ইসলামি প্রজাতন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছে।” তিনি ইসলামি প্রজাতন্ত্র উৎখাত ও ইরান পুনরুদ্ধারের লক্ষ্যে “জাতীয় অভ্যুত্থানের নতুন পর্ব” ঘোষণা করেন এবং বলেন, শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে।

অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চরম মুদ্রাস্ফীতির কারণে ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই বিভিন্ন শহর ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত ও ১০ হাজার ৬০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। সংস্থাটি বলেছে, সরকারি দমননীতি ও তথ্য গোপনের কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে সতর্ক করেছেন, সহিংস দমন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অসন্তোষ, বিরোধী নেতৃত্বের সক্রিয়তা ও আন্তর্জাতিক চাপ মিলিয়ে ইরান গভীর রাজনৈতিক সংকটে রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!