বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে—খুনি, খুনের পরিকল্পনাকারী ও সহযোগীদের ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা, সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করা, ভারত যদি আশ্রয় দেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায় তবে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার করা।
এর আগে শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঢাকার শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করে। রোববার সকাল ১১টা থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন এবং দুপুর ২টার পর মোড় অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। রাত ১০টা পর্যন্ত এ অবরোধ চলে।
এর আগের রাতে সংগঠনটি দেশের সব বিভাগীয় শহরে একই ধরনের অবরোধের ডাক দিয়েছিল।