ইরানের খোররামাবাদে ইসরাইলি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দুই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য নিহত হয়েছেন। বোমাটি ইসরাইলের সাম্প্রতিক হামলায় ফেলা হয় বলে জানা গেছে। ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের সংঘর্ষে ইরানে ৯০০ জনের বেশি নিহত হন, যাদের মধ্যে বহু বেসামরিক নাগরিকও ছিলেন। ইরানের পাল্টা হামলায় ইসরাইলে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছেন। ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এরপর ইরান আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে।