Web Analytics

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক ভয়াবহ জাতীয় সংকটের মধ্যে রয়েছে এবং গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি হিসেবে ন্যূনতম জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। দলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার শাহবাগে আয়োজিত সমাবেশে তিনি বিচারব্যবস্থার সংস্কার, সংবিধান সংশোধন ও ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান। জাতীয় গণভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাকি জনগণকে বিভাজন সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি স্বৈরাচারী রাজনীতির সমালোচনা করে বলেন, এক ফ্যাসিবাদের বদলে আরেক জবরদস্তিমূলক শাসন জনগণ মেনে নেবে না। সাকি ন্যায়বিচার প্রতিষ্ঠা, শ্রমজীবী মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিতকরণ এবং সার্বভৌম মর্যাদা রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।