জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, জরুরি অবস্থা ঘোষণাকে যেন কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে। সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দশম দিনের সংলাপে এই আলোচনা হয়। সভায় উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। অধ্যাপক রীয়াজ জানান, সংবিধানের ১৪১ অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার যে বিধান রয়েছে, তা নিয়ে এবার বিস্তারিত আলোচনা হয়েছে এবং এ বিষয়ে একটি সংশোধিত প্রস্তাব দেওয়া হয়েছে, যা নিয়ে ভবিষ্যতে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।