ইসরাইলের নেসেটে পশ্চিম তীর দখল এবং অবৈধ বসতি সম্প্রসারণের প্রস্তাবকে ইরান গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অংশ হিসেবে নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন এবং ইসরাইলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তাকে ইসরাইলের আগ্রাসী নীতির উৎসাহ হিসেবে দেখায়। নেসেট ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকার অন্তর্ভুক্তির পক্ষে ভোট দিয়েছে।