বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। সাম্প্রতিক সময়ে দল নির্বাচনে তার মতামত উপেক্ষা করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আয়ারল্যান্ড সিরিজের দলে শামীম হোসেনকে বাদ দেওয়া হয় অধিনায়ককে না জানিয়ে, যা নিয়ে লিটন সংবাদ সম্মেলনে অসন্তোষ প্রকাশ করেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, অধিনায়কের ইচ্ছা পূরণ করা নির্বাচকদের দায়িত্ব নয়, বরং তারা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী দল গঠন করবেন। লিটন বলেন, তাকে জানানো হয়েছে যে নির্বাচক ও বোর্ড কর্তৃপক্ষ যেভাবে দল দেবে, সেই দল নিয়েই তাকে কাজ করতে হবে। এতে অধিনায়ক হিসেবে তার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি মনে করেন। সাংবাদিকদের প্রশ্নে লিটন বলেন, বিশ্বকাপ পর্যন্ত তিনি অধিনায়ক থাকবেন কি না, তা পরে দেখা যাবে। ফলে বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।