Web Analytics

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। হোটেলে অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা। জানা গেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ দেশে ফিরবে। বাফুফে অনেক চেষ্টা করে অবশেষে দলকে ফিরিয়ে আনছে। এর আগে নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আবদুল্লাহ বলেন, ‘আমরা সার্বক্ষণিক জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। ত্রিভুবন বিমানবন্দর খুলে দেওয়ার পর কাঠমান্ডুতে অবরুদ্ধ জাতীয় ফুটবল দলের সদস্যদের দেশে ফেরত পাঠানো হবে।’ এদিকে এই কদিন অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। এর আগে মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘আগের চেয়ে আমাদের অবস্থা ভালো। এখন পরিবেশ শান্ত। কোনো ঝামেলা হচ্ছে না। পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা এখন আর টেনশন করছে না। আমরা জিম করছি। বাফুফে সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা চেষ্টা করছেন আমাদের দেশে ফিরিয়ে নিতে।'

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।