পাকিস্তানে ১৭ বছর পর পরিবারের সঙ্গে পুনর্মিলিত হলেন ইসলামাবাদ থেকে হারিয়ে যাওয়া কিরণ নামের এক তরুণী। ১০ বছর বয়সে আইসক্রিম কিনতে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষের তথ্যের সহায়তায় তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। পরে করাচিতে ইধি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে থাকা কিরণকে তাঁর মা–বাবার হাতে তুলে দেওয়া হয়। প্রয়াত বিলকিস ইধি তাঁকে ইসলামাবাদ থেকে করাচিতে নিয়ে আসেন এবং সেখানে তিনি শিক্ষা ও যত্ন পান। ইধি ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, কিরণের পরিবারকে খুঁজে পেতে বহুবার চেষ্টা করা হলেও সম্প্রতি প্রযুক্তিগত সহায়তায় তা সম্ভব হয়েছে। করাচিতে কিরণের পরিবারের সঙ্গে পুনর্মিলনের খবর ছড়িয়ে পড়লে অনেকে আবেগঘন প্রতিক্রিয়া জানান এবং ইধি ফাউন্ডেশনের মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন। কিরণ বলেন, এটি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।