চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে হেল্পডেস্ক বসানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। শিবির দাবি করেছে, ছাত্রদল বিনা উসকানিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। হামলায় শিবিরের ৩ নেতা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরাও ছাত্রশিবিরের দাবির মতো বলেছেন। তবে অভিযোগটি অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ছাত্রদলের নেতারা। তারা বলছেন, ‘ছাত্রদল ধর’ বলে আওয়াজ তুলে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে সামান্য ধাক্কাধাক্কি হলেও মারামারি হয়নি!