অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করলেও এখন আর সেই অবস্থা নেই। এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে কাজ করলে কোনো সমস্যা হবে না। আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মতবিরোধ থাকতে পারে, তবে জাতীয় স্বার্থের সেবা বন্ধ করা গ্রহণযোগ্য নয়। এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান বিষয়ে তিনি মন্তব্য এড়িয়ে যান এবং বলেন, সরকার এখন এসব বিষয়ে হস্তক্ষেপ করে না। ব্যবসায়ীদের ক্ষতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বন্দর ও রাজস্ব সেবা বন্ধ করাটা জাতীয় স্বার্থের পরিপন্থী।