ধর্মবিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন বলেছেন, সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ-স্বায়ত্তশাসিত, ওয়াক্ফ নিয়ন্ত্রিত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন কাঠামো করার চিন্তা ভাবনা করছে সরকার। ডিসি সম্মেলন শেষে তিনি বলেন, আমরা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ করার কাজে হাত দিয়েছি। তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে। আমরা উদ্ধার করার কাজ করছি। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন কাজ গেলে তা বাস্তবায়ন করেন। তিনি জানান, সরকার ৩০০ মডেল মসজিদ নির্মাণ সম্পন্ন করেছে, আরো ২১৪টি নতুন মডেল মসজিদ নির্মাণ করা হবে।