Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আগামী দেড় বছরের মধ্যে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা, আর্থিক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে একই আন্তঃলেনদেন প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। সোমবার রাজধানীতে ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ: আনভেইলিং ইনক্লুশন অপারচুনিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, এই উদ্যোগের ফলে নগদ লেনদেনের প্রয়োজন অনেক কমে যাবে এবং লেনদেনে স্বচ্ছতা বাড়বে। বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তৈরি ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) গেটস ফাউন্ডেশনের সহায়তায় তৈরি ওপেন সোর্স সফটওয়্যার ‘মোজালুপ’-এর মাধ্যমে চালু করা হবে। গভর্নর জানান, এই ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায় বাড়বে এবং সব প্রতিষ্ঠানকে একই ডিজিটাল চ্যানেলে আনা হবে। যদিও আইআইপিএস চলতি মাসে চালু হয়েছে, অনেক প্রতিষ্ঠান এখনো যুক্ত হয়নি। বাংলাদেশ ব্যাংক ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে পুরো প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে, যা দেশের লেনদেন ব্যবস্থাকে ধীরে ধীরে ক্যাশলেস করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।