সৌদি আরব ও তুরস্কের পর ইরানের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে পাশে দাঁড়িয়েছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ‘নব্য নাৎসি ইহুদিবাদ’ বলে আখ্যা দেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘একবিংশ শতাব্দীর হিটলার’ বলেও উল্লেখ করেন। হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের ইসরায়েলের ওই হামলায় অন্তত ৭৮ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীরা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।