Web Analytics

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন তামান্নাকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে চান্দগাঁও থানা-পুলিশ। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন দাখিল করা হয় বলে সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় ফজলে রাব্বী নিহত হওয়ার মামলাসহ নগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় এই আবেদন করা হয়েছে। আদালতে শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আইনি মহল মনে করছে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার হচ্ছে। তদন্ত অগ্রগতির সঙ্গে নতুন অভিযোগ যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!