ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে রোববার রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিট পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।