Web Analytics

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে চার হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। অপরাধ দমন ও নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

শুক্রবার সকালে রাজশাহী–নওগাঁ মহাসড়কের পাশে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, রাজশাহী সেক্টরের সাতটি জেলা, ৬২টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের ৩৭টি আসনে ৬৫টি বেইজ ক্যাম্প থেকে ১৪৬টি মোবাইল ও স্ট্রাইকিং প্লাটুন দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তের ৭৬টি বর্ডার আউট পোস্টে প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সদস্য প্রস্তুত থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে, যাতে কুইক রেসপন্স ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে। সংবাদ সম্মেলন শেষে মহাসড়কে বিজিবির নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!