ইমরান হায়দার বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি মিয়ানমার ও তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। তিনি মে মাসে ছুটি নিয়ে ঢাকা ত্যাগ করা সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন, যিনি আর ফেরেননি। ১৯৯৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর হায়দার তেহরান, মাদ্রিদ, দিল্লি, আমিরাত ও নিউইয়র্কে বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন। ২৩ আগস্ট পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের আগেই তিনি এই দায়িত্ব নিলেন।