ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গ্রেফতারের আশঙ্কায় ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম, যিনি তখন এএফপি’র বাংলাদেশ ব্যুরো প্রধান ছিলেন। আন্তর্জাতিক সাংবাদিকদের কাছ থেকে সতর্কবার্তা পেলেও তিনি গ্রেফতার নিয়ে ততটা নয়, বরং হাই কমোড না পাওয়ার সম্ভাবনায় বেশি চিন্তিত ছিলেন—এমনটাই জানিয়েছেন তিনি ফেসবুক পোস্টে। হাঁটু ভাঙার কারণে সাধারণ টয়লেট ব্যবহার করতে না পারা তার দুশ্চিন্তার মূল কারণ। আজও জেলে যেতে হলে হাই কমোড সুবিধা মিলবে কি না—এই ভাবনাই তাঁকে তাড়া করে।