স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা নেই। মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিল্লিতে অবস্থানরত পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে দেশে অস্থিরতা সৃষ্টি হবে না। তিনি দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফেরার সাহস রাখে না এবং তাদের সমর্থক ও সন্ত্রাসীরা বিভিন্ন দেশে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, যেসব ফ্যাসিস্ট জঙ্গি দেশ থেকে পালিয়েছে, তাদের যেন অন্যান্য দেশ ফেরত পাঠায়।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, কাশিমপুর কারাগারে জায়গা স্বল্পতার কারণে কেরানীগঞ্জে নতুন একটি কারাগার নির্মাণের চিন্তাভাবনা চলছে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।