সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় শ্রমবাজারে বড় ধরনের সংস্কার ঘোষণা করেছে, যার আওতায় বিপণন ও বিক্রয় সম্পর্কিত ১৮টি পেশায় অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয়দের অংশগ্রহণ বাড়ানো ও বেকারত্ব কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিন বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোকে তিন মাসের মধ্যে এই নিয়ম মানতে হবে। এসব পেশায় সৌদি নাগরিকদের জন্য সর্বনিম্ন মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ রিয়াল।
তালিকাভুক্ত পেশাগুলোর মধ্যে রয়েছে মার্কেটিং ও বিজ্ঞাপন ব্যবস্থাপক, জনসংযোগ কর্মকর্তা, গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফার, বিক্রয় ব্যবস্থাপক, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি এবং আইটি ও টেলিযোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ। নির্ধারিত সময় শেষে নিয়ম না মানলে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও প্রশাসনিক শাস্তির মুখে পড়তে হবে।
এই পদক্ষেপ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার লক্ষ্য তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। তবে এতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু প্রবাসী বিপণন ও বিক্রয় কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।