গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে হবে। রাশেদ খান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। মারামারি হানাহানি চলছে। নির্বাচন নিয়ে ইতোমধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমরা জানি না আগামী ডিসেম্বরে নির্বাচন হবে নাকি আরেকটি ১/১১ ফিরে আসবে। তবে আমাদের স্পষ্ট কথা আমরা বাংলাদেশে ১/১১ ফিরে আসতে দেব না। তিনি বলেন, আওয়ামী লীগকে ফিরে আসতে দেব না। আওয়ামী লীগ একটি বিষধর সাপ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন তারা শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।