Web Analytics

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের প্রথম সভা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। সভায় ছয় উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের ১৪ জন সচিব উপস্থিত ছিলেন। এতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, রাজস্ব আহরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই সঙ্গে ‘স্বাস্থ্যসেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন এবং ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন পায়। তবে ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে তিনটি নতুন থানা স্থাপন, নরসিংদীতে নতুন থানা গঠন এবং ঠাকুরগাঁওয়ের ‘ভুল্লী’ থানার বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!