বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে দলের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন। তিনি দলীয় নেতাকর্মীদের উসকানির মুখে ধৈর্যশীল ও শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশে শান্তি বজায় রাখতে হবে।
মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান বলেন, তাঁরও বাংলাদেশের জন্য একটি স্বপ্ন আছে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাঁর কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যতের নেতৃত্ব নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার চেষ্টা করবে।
ভাষণের শেষে তিনি তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান এবং তরুণ প্রজন্মকে শক্তিশালী গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার দায়িত্ব গ্রহণের আহ্বান জানান।